বগুড়ায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ

বগুড়ায় ফসলে জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারীরা হলেন, ১। মোঃ শের খান, পিতা-মৃত সাদত আলী খান ২। মোঃ কাইয়ুম খান, পিতিা-মৃত শামসুল আরেফিন খান, ৩। মোঃ সেকেন্দার আহম্মেদ, পিতা-মৃত জালাল আকন্দ, ৪। মোঃ ওমর আলী, পিতা-মৃত দসরত আলী প্রাং, ৫। মোঃ মেহেদী হাসান, পিতা-মৃত আব্দুল মজিদ প্রাং, ৬। মোঃ ওবায়দুর রহমান (সুইট), পিতা-মৃত ফারুক খান, ৭। মোঃ সিদ্দিক প্রাং, পিতা-মৃত আব্দুস ছামাদ প্রাং সর্ব সাং-বীরকেদার খাঁরচক, পোঃ-দুপচাঁচিয়া, থানা-কাহালু, জেলা- বগুড়া।
অভিযোগে উল্লেখ করেন বিবাদী ১। মোঃ মোসলেম উদ্দিন ফকির, পিতা-মৃত মমিন ফকির, ২। মোঃ আব্দুল মজিদ, পিতা-মৃত মমিন ফকির, ৩। মোঃ মেজবাহ্, পিতা-মোঃ মোখলেছার রহমান, ৪। মোঃ সুইট, পিতা-মৃত হবিবর রহমান ১/২নং সাং-বীরকেদার মীরপাড়া, ৩নং সাং-বীর কেদার মিয়া পাড়া, ৪নং সাং-আঠালিয়া, সর্ব পোঃ-দুপচাঁচিয়া, থানা-কাহালু, জেলা- বগুড়া।
লিখিত অভিযোগে বাদীগণ উল্লেখ করেন, আমরা বীরকেদার খাঁর চক গ্রামের স্থানীয় বাসিন্দা কৃষক শ্রেনীর লোক। অপর দিকে বিবাদীগন ভূমি দস্যু, বেআইনীভাবে মাটি কেনা বেচাকারী, প্রভাবশালী লোকজন হইতেছে বটে। ১নং বিবাদী মোসলেম উদ্দিন তাহার বীরকেদার মৌজার সাবেক ২৪৬৮ দাগের জমি সহ অন্যান্য আবাদী জমি বাবদ আনুমানিক ৫/৬ বিঘা জমি হইতে ১০/১২ ফিট মেশিন দ্বারা গভীর করিয়া মাটি খনন করিয়া উক্ত মাটি গুলি ইট ভাটায় লক্ষ লক্ষ টাকায় বিক্রি করার জন্য সকল বিবাদীগন ষড়যন্ত্র করিয়া বেআইনীভাবে দরখাস্তকারীগনের সাবেক ২৪৩৪ দাগের পুকুরের দক্ষিন পাড় সহ অন্যান্য সম্পত্তি বাবদ কাহালু সহকারী জজ আদালত হইতে ৩৬২/২১ বণ্টন মামলায় Statusquo আদেশ পাওয়ার পর উক্ত নিষেধাজ্ঞারর সম্পত্তির উপর দিয়া জোরপূর্বক ট্রাক চালিয়া মাটি কাটা ভেকু মেশিন দিয়া মাটি খনন করিয়া ১০/১২ ফুট গভীর করিয়া খনন করিয়া লক্ষ লক্ষ টাকার মাটি বিক্রি করিবার লোভে এবং হিংসামুলকভাবে দরখাস্তকারীগনের সাবেক ২৪৭১,২৪৩০,২৪২৯,২৪৬৯,২৪৭০ দাগ সহ আরও অন্যান্য আবাদী সম্পত্তি ধ্বংস করিবার জন্য হিংসামূলকভাবে তাহাদের আবাদী জমি নষ্ট করিয়া মাটি বিক্রয় করিয়া ভাটায় দেওয়ার জন্য ভেকু মেশিন সহ সব রকমের যন্ত্রপাতি লইয়া আসিয়াছে।
তাহারা গভীর করিয়া মাটি খনন করিলে দরখাস্তকারীগনের আবাদী জমি নষ্ট হইয়া যাইবে। অপর দিকে বিবাদীদের আবাদী জমিও নষ্ট হইবে। তৎকারনে জরুরী ভিত্তিতে তাহাদের এরুপ অন্যায় মাটি কাটা কার্য বন্ধ করা প্রয়োজন।
৩নং বিবাদী মেজবাহ একজন অবৈধ মাটি ও সরকারি নদী হইতে বালি বিক্রয় করা প্রভাবশালী সিন্ডিকেটের সদস্য থানা প্রশাসনের সাথে তাহার খুবই গভীর সম্পর্ক রহিয়াছে। বিবাদীগন ঐরুপভাবে মাটি গভীর করিয়া খনন পূর্বক বিক্রয় করিলে দরখাস্তকারীগনের আবাদী জমি ধ্বংস হইয়া যাইবে এবং তাহাদের জীবিকার পথ বন্ধ হইয়া যাইবে। দরখাস্তকারীগন বাধা দিলে উভয় পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ হইয়া খুন খারাপি হওয়ার সম্ভাবনা দেখা দিয়াছে। তৎকারনে বিবাদীদের ঐরুপ খনন কার্য বন্ধ করা আবশ্যক।
এ বিষয়ে কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আগামীকাল অফিসে গিয়ে অভিযোগ গ্রহন করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

সর্বশেষ সংবাদ