শিক্ষা ছাড়া সুন্দর, সুশৃঙ্খল ও আলোকিত জীবন গঠন অসম্ভব

রংপুর: আলোকিত জীবন গঠন করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা ছাড়া সুন্দর, সুশৃঙ্খল ও আলোকিত জীবন গঠন অসম্ভব। এজন্য সকল শিক্ষার্থীদের পড়াশোনায় গভীর মনোযোগী হতে হবে। পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান চর্চা, খেলাধুলা ও মৌলিক শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। প্রতিটি শিক্ষার্থীর সুন্দর জীবন গড়ার জন্য সবার আগে প্রয়োজন মৌলিক শিক্ষা গ্রহন করতে হবে। কারন মৌলিক শিক্ষা ছাড়া জীবন গঠন সম্ভব নয়। তাই জীবন গঠনে মৌলিক শিক্ষার বিকল্প নেই।  শুক্রবার (১ ডিসেম্বর)  রংপুর নগরীর আশরতপুর এলাকায় সিদ্দিক মেমোরিয়াল স্কুল এ্যান্ড কলেজ মাঠে জীবন গঠনে মৌলিক শিক্ষা শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সিদ্দিক মেমোরিয়াল স্কুল এ্যান্ড কলেজের চেয়ারম্যান ফেরদৌস আলম মুকুলের সভাপতিত্বে মুল আলোচক হিসাবে আলোচনা করেন, রংপুর কারমাইকেল কলেজের অধ্যাপক (অব:) তোফায়েল হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.তুহিন ওয়াদুদ, বিইউপির ফ্যাকাল্টি অব বিজনেস স্ট্যাডিজ বিভাগের সাবেক ডীন লে: কর্ণেল মো: ফেরদৌস আলম।
 আলোচনায় আরও অংশ নেন কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ খাইরুল আলম, সাবেক অধ্যাপক মোজাহার আলী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক ওমর ফারুক, কৃষি কর্মকর্তা আজম আলী, কারমাইকেল কলেজের সাবেক অধ্যাপক আব্দুল জলিল, রংপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, সিদ্দিক মেমোরিয়াল স্কুল এ্যান্ড কলেজের উপাধ্যক্ষ উম্মে মাহবুবা খাতুন, মাহিগঞ্জ কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান সাজু, মীরবাগ কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন, রংপুর মডেল কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান ও বাংলা বিভাগীয় প্রধান আব্দুল ওয়াহেদ, অধ্যাপক আব্দুল মান্নান প্রমুখ।
 সিদ্দিক মেমোরিয়াল স্কুল এ্যান্ড কলেজের চেয়ারম্যান ফেরদৌস আলম মুকুল তার সমাপনী বক্তব্যে বলেন, সিদ্দিক স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ক্রমে উন্নয়ন অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতা সকলকে ঐক্যবদ্ধভাবে কাজের মাধ্যমে ধরে রাখতে হবে। মনে রাখতে হবে আমাদেরকে অনেক পথ পাড়ি দিতে হবে। স্বপ্ন দেখার অনেক কিছুই আছে; অনেক কিছু আমাদেরকে করতে হবে। সবার অক্লান্ত পরিশ্রম ও মেধার সংমিশ্রণে সিদ্দিক মোমেরিয়াল স্কুল স্কুল অ্যান্ড কলেজ দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠবে এই প্রত্যাশা করছি। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে দেশের পিছিয়ে পড়া অঞ্চল হিসাবে পরিচিত রংপুর অঞ্চলে শিক্ষা বিস্তাবে ব্যাপক ভুমিকা রাখছে। এই প্রতিষ্ঠান থেকে অনেকে শিক্ষা গ্রহন শেষে দেশের সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত আছে। আলো ছড়াচ্ছে সর্বত্র। এই সাফল্য আমাদের পথ চলার প্রেরণাকে আরো উতসাহিত করবে।

সর্বশেষ সংবাদ