চলনবিলাঞ্চলে আমের বাম্পার ফলনের সম্ভাবনা

এ,এইচ,খোকন চলনবিল প্রতিনিধিঃ চলনবিল এলাকার ০৯ টি উপজেলায় এ বছর আমের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা যাচ্ছে ৷ল্যাংড়া ,গোপালভোগ, ক্ষিরসাপাত,সুবর্নরেখা, মল্লিকা, আম্রুপালী সহ সকল জাতের আম গাছগুলোতে মুকুল আসতে শুরু করেছে। নানা ফুলের সঙ্গে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল ৷
জানা গেছে, এ বছর আম গাছে মুকুলের পরিমাণ বেশি। গুরুদাসপুরের নাজিরপুর এলাকার আমচাষী রহিম উদ্দিন জানান, প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং সময়মতো পরিচর্যা হলে চলতি মৌসুমে আমের ভালো ফলন হবে। আর এ কারণেই আশায় বুক বেধে আমচাষিরা শুরু করেছেন পরিচর্যা। তাদের আশা, চলতি মৌসুমে তারা আম থেকে অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

চলনবিলের প্রায় সব এলাকাতেই রয়েছে  আমবাগান। লাভজনক হওয়ায় প্রতি বছরই আম বাগানের সংখ্যা বাড়ছে।

সর্বশেষ সংবাদ