জমে উঠেছে চলনবিলের ধামাইচ বাজার রসুন হাট

এ,এইচ,খোকন চলনবিল প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ধামাইচ বাজার চর এলাকা সহ রসুন উৎপাদনের জন্য বিখ্যাত দেশের চলনবিলের দক্ষিনাঞ্চল। চলতি রবি মৌসুমে চলনবিল এলাকায় রসুন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২১ হাজার ৭৬০ হেক্টর জমিকে। তবে দেশে সারা বছর রসুনের বাজার দর চড়া থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে সাত হাজার হেক্টরের বেশি জমিতে রসুন আবাদ হয়েছে। এবছর রসুনের আশাতীত ফলন হয়েছে৷পাশাপাশি রসুনের বাজার ভাল থাকায় বলে কৃষকরা ন্যায্য দামে রসুন বিক্রি করতে পারছেন ৷ 
তবে রসুনের সবচেয়ে বেশি আবাদ হয়েছে তাড়াশের নওখাদা,বিন্নাবাড়ী, চরকুশাবাড়ী, হিমনগর, ঈশ্রপুর, নাদোসৈয়দপুর, সবুজপাড়া, কাটাবাড়ী, বড়াইগ্রামের বাজিতপুর, মাড়িয়া, ইকড়ি, জালশুকা, তারানগর, শ্রীরামপুর, মানিকপুর, চকপাড়া, রয়না ভরট, মামুদপুর, রয়না, রোলভা, খাকসা, চড়ইকোল, গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা, কাছিকাটা, হাঁসমারী, দড়ি হাঁসমারী, শিধুলী, চড়কাদহ, মশিন্দা, চাটমোহর উপজেলার ছাইকোলা, কাটেঙ্গা, কোকড়াগাড়ি, ধানকুনিয়া, লাঙ্গলমোড়া, বরদানগর, ধুলাউড়ি, বোয়ালমারি, গৌরনগর, বিন্যাবাড়ি, নিমাইচড়া এলাকায়। চলনবিল অঞ্চলে বন্যার পানি নেমে যাওয়ার পর পলিযুক্ত দোঁ-আশ ও এঁটেল দোঁ-আশ মাটি রসুন রোপন করা হয়। এ অঞ্চলে এ বছর রসুনের বাম্পার ফলন হয়েছে ।
সরেজমিনে জানা যায়, তাড়াশের ধামাইচ বাজার, নাদোসৈয়দপুর বাজার , গুরুদাসপুরের রয়না ভরট হাট, মৌখাড়া হাট, জালশুকা হাট, চাঁচকৈড় হাট, চাটমোহরের অমৃতকুন্ডা হাট, মির্জাপুর হাট, ছাইকোলা হাট রসুন বিক্রির জন্য প্রসিদ্ধ হয়ে উঠেছে। রসুন বেচাকেনার জন্য বিভিন্ন হাট-বাজারে গড়ে উঠেছে অসংখ্য আড়ৎ।পাবনা, সিরাজগঞ্জ, গাজীপুর, চট্রগ্রাম, সিলেট, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বেপারী আরৎদারের মাধ্যমে চাহিদা অনুয়ায়ী রসুন কিনছেন। পরে রসুন বস্তায় ভরে ট্রাকে করে সড়ক পথে নিজ নিজ গন্তব্যে নিয়ে যাচ্ছেন।বর্তমানে মান ভেদে প্রতি মণ কাঁচাভেজা রসুন দুই হাজার থেকে তিন হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।  
তাড়াশের ধামাইচ বাজার রসুন হাট এবছর রসুনের ক্রেতা ও বিক্রেতা সমাগম দেখার মতো ৷এখানে সপ্তাহে প্রতি বৃহঃবার ভোর থেকে রসুন  বেচাকেনা চলে ৷ধামাইচ হাট কমিটির সভাপতি মোঃ আঃ হালিম মন্ডল জানান, এখানে রসুন কেনা বেচায় হাট কমিটির সদস্যগন মনিটরিং এর মাধ্যমে খাজনা মওকুফ সহ ক্রেতা ও বিক্রেতার সুযোগসুবিধা নিশ্চিত করছেন ৷

সর্বশেষ সংবাদ