বাস্তবায়িত হচ্ছে না বৃহত্তর চলনবিল প্রকল্প

এ,এইচ,খোকন চলনবিল প্রতিনিধিঃ অর্থনৈতিক সাহায্য প্রদানে দাতা সংস্থাগুলোর অসম্মতি জানানোর কারণে বৃহত্তর চলনবিল প্রকল্প বাস্তবায়িত হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ডের একটি সুত্র থেকে জানা যায়, বিশ্ব খাদ্য কর্মসূচী ও আন্তর্জাতিক উন্নয়ন তহবিলের অর্থ সহায়তায় পাবনা,নাটোর ও সিরাজগঞ্জ জেলার ঐতিহাসিক চলনবিল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও পানি নিস্কাশনের জন্য পানি উননয়ন বোর্ড ১৯৭৭ সালে চলনবিল প্রকল্পের কাজ শুরু করে। এ জন্য অধিগ্রহণকৃত জমির অনেক মালিক এখন পর্যন্ত ক্ষতিপূরণের সম্পূর্ণ টাকা পায়নি। নির্বাহী প্রকৌশলীর মতে, আমলাতান্ত্রিক জটিলতার কারণে জমির দাম পরিশোধ করতে বিলম্ব হচ্ছে। ১৯৯১ সালে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় বৃহত্তর চলনবিল প্রকল্পের মূল্যায়ন সমীক্ষা রিপোর্ট প্রকল্পটি পূনর্বাসনের সিদ্ধান্ত জানিয়ে কোন দাতা সংস্থার আর্থিক সহায়তায় তা সমাপ্ত করার পরামর্শ দেয়া হয়। ঐ প্রকল্পের আওতায় পুনর্বাসন কাজ শেষ করতে প্রায় ২’শ কোটি টাকার প্রয়োজন হবে। কিন্তু এখনও কোন দাতা সংস্থা আর্থিক সহায়তা প্রদানে রাজি না হওয়ায় চলতি বছরেও প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু না হবার আশংকা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এফসিডি-৩ প্রকল্পের উদ্বৃত্ত টাকা দিয়ে চলনবিল প্রকল্পের প্রাথমিক পুণর্বাসন কাজ শুরু হতে পারে বলে আশা করা হয়েছিল। কিন্তু এই উদ্বৃত্ত অর্থ দিয়ে এই বিশাল প্রকল্পের কাজ সম্পন্ন করা সম্ভব হবে না বলে বিশ্ব ব্যাংক দাতা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হবার পরামর্শ দিয়েছে। চলনবিল পুনর্বাসন প্রকল্পে ৪২৬ কিলোমিটার বাঁধ,৫৭ কিলোমিটার খাল, ১৬ টি রেগুলেটর, ৫৭ টি ফ্লাসিং ইনলেট, ১৭১ কিলোমিটার সড়ক, ৪ টি ব্রিজ, ৪৭ টি কালভার্ট নির্মানের পরিকল্পনা আছে। প্রকল্পটির কাজ পরিকল্পনা অনুযায়ী শেষ না হওয়ায় সুবিধা ও সুফল থেকে বঞ্চিত হচ্ছে চলনবিলের জনসাধারণ৷

সর্বশেষ সংবাদ