মনোযোগের সহিত লেখাপড়া করার মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে–পলাশবাড়ীর ইউএনও

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ শিক্ষার্থীরা সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতায় শুধু পলাশবাড়ী উপজেলা পর্যায়ে সেরা নয়। সারাদেশের মধ্যে তোমাদের সেরা হতে হবে। মনোযোগের সহিত লেখাপড়া করার মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে “সৃজনশীল মেধা অন্নেষণ ২০১৭” এবং “জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭” উপলক্ষে উপজেলা পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন উপরোক্ত কথা বলেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, মাদক-বাল্য বিবাহ ও ইভটিজিংকে সম্পূর্ণ না বলাসহ সেরা হওয়ার ধারাবাহিকতা তোমাদের ধরে রাখতে হবে।
অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কোহিনুর আকতার বানু শিফন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, একাডেমিক সুপারভাইজার হুমায়ুন কবির, এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার ও গৃধারীপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ