পাবনায় নানা আয়োজনে সুচিত্রা সেনের ৮৬ তম জন্মদিন পালিত

পাবনা প্রতিনিধি: পাবনায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়িকা সুচিত্রা সেনের ৮৬তম জন্মদিন। সুচিত্রা সেনের জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসন, সুচিত্রা সেন চলচিত্র সংসদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো কেক কাটা, আলোচনা সভা, চলচিত্র প্রদর্শনীসহ নানান কর্মসূচীর আয়োজন করেছে।
সকালে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে সুচিত্র সেনের শৈশব কৈশরের স্মৃতি বিজরিত বাড়িতে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বেলা সাড়ে ১১ টার দিকে সুচিত্রা সেন চলচিত্র সংসদ পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও মুস্তাফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন, ক্যাপ্টেন (অব) ডা: সারওয়ার জাহান ফয়েজ, পাবনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আখিনুর ইসলাম রেমন, সাংস্কৃতি অনুরাগী আব্দুর হাই তপন, পাবনা লালন স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক রেজাউল করিম মনি, পাবনা গণমঞ্চ নাট্য সম্প্রদায়’র সভাপতি গনেশ দাস, পাবনা ড্রামা সার্কেলের সভাপতি ফারুক হোসেন চৌধুরী, নাট্যকার নির্দেশক ফিরোজ খন্দকার, সাংবাদিক ও নাট্যকর্মী সৈকত আফরোজ আসাদ, তপু আহমেদ, চিকিৎসক মোখলেছুর রহমান মুকুল, শাহীন রহমান, অভিনেত্রী মাহমুদা ক্যাথী সহ পাবনা বিশিষ্ট জনেরা।
বক্তারা সুচিত্রা সেনের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। পাশাপাশি উপমহাদেশের কিংবদন্তি এই নায়িকার পৈত্রিক বাড়িতে একটি ফিল্ম ইনিষ্টি্িটউট গড়ে তোলার আহবান জানান। পরে মহানিয়কার জন্মদিন উপলক্ষে কেট কাটা হয়। সন্ধ্যায় সুচিত্রা সেন অভিনীত “পথে হলো দেরী” চলচিত্র প্রদর্শন করা হবে বলেও জানান আয়োজকরা। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো এ দিন উপলক্ষে পাবনায় আয়োজন করেছে নানান কর্মসূচী।
প্রসঙ্গত, ১৯৩১ সালে ৬ এপ্রিল জন্ম নেয়া মহানায়িকা সুচিত্রা সেনের শৈশব ও কৈশর কেটেছে পাবনার পৌর এলাকার হেমসাগর লেনের এই বাড়িতে। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর স্বপরিবারে কলকাতা চলে যান তারা।

সর্বশেষ সংবাদ