দুর্নীতির শীর্ষে সগুনা ইউনিয়ন ভূমি অফিস

এ,এইচ,খোকন চলনবিল প্রতিনিধিঃসিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা জহুরুল ইসলাম জমির খারিজ বাবদ দেড় লাখ টাকা ঘুষ দাবি করেন কুশাবাড়ি গ্রামের আব্দুর রশিদ নামে কৃষকের কাছে। বাধ্য হয়ে ২০ হাজার টাকা দেন ওই কৃষক। ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে তা এরই মধ্যে ভাইরাল হয়ে যায়। আব্দুর রশিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি সগুনা ইউনিয়নের কুন্দইল ভূমি অফিসে খারিজের জন্য আবেদন করেন। শুরুতেই সহকারী ভূমি কর্মকর্তা জহুরুল ইসলাম দেড় লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে মুঞ্জিল তালুকদার নামে এক দালালের মাধ্যমে ২০ হাজার টাকা নিয়ে জমিটি খারিজ করে দেয়া হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, অফিস চলাকালীন ওই কর্মকর্তা শার্টের প্রায় সবগুলি বোতাম খুলে বসে আছেন। তার কাজ করে দিচ্ছেন দালালরা। অভিযুক্ত জহুরুল ইসলাম বলেন, ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) এসএম ফেরদৌস ইসলাম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পর্যালোচনা করে জহুরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ