চলনবিলে চলছে নির্বিচারে মা মাছ নিধন

এ,এইচ,খোকন চলনবিল প্রতিনিধিঃ মৎস্যভান্ডার খ্যাত চলনবিলে জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে মা মাছ ডিম দিয়ে থাকে। এ বছর মধ্য বৈশাখ থেকে চলনবিল অঞ্চলে গত বছরের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। স্বাভাবিক নিয়মেই খাল-বিল-ডোবা-নালার মা মাছগুলো ডিম ছাড়তে শুরু করেছে। কিন্তু একশ্রেণীর মাছশিকারি মা মাছ শিকার করতে হুমড়ি খেয়ে পড়ছে।
রাতে চলনবিলের তাড়াশ, উলপাড়া, শাহজাদপুর, রায়গঞ্জ, ভাঙ্গুড়া, ফরিদপুর, গুরুদাসপুর ও সিংড়া উপজেলার বিস্তীর্ণ বিলের বিভিন্ন জলাশয়ে মা মাছ শিকার করা হচ্ছে। রাতে বেশির ভাগ মাছ শিকার করে সকালে তা বাজারে তোলা হচ্ছে। বাজারে ডিমওয়ালা মাছের ব্যাপক চাহিদা এবং দামও বেশি।
বর্তমান চলনবিলে বোয়াল, শোল, কই, মাগুর, পুঁটি, টাকি, টেংরা, বাতাসি, গুচি, বাইম, চিংড়িসহ প্রায় ৫০ প্রজাতির দেশি মাছের পেটে ডিম ভরা। আর এ সময় মাছশিকারি চলনবিলের খাল-বিল-ডোবা-নালায় বাদাই জাল, জালি, হেসি, খরা, বাসন, ধুন্ধি, এই ডিমওয়ালা মাছগুলো নির্বিচারে নিধন করছে ৷

সর্বশেষ সংবাদ