লার্নিং এন্ড আর্নিং – বগুড়ায় ফ্রিল্যান্সিং ট্রেনিং এ ফ্রি কোর্সে আবেদন করুন

লার্নিং এন্ড আর্নিং প্রজেক্ট এর আওতায় প্রফেশনাল ফ্রিল্যান্সিং/ আউটসোর্সিং ট্রেনিং এ ফ্রি কোর্স করার জন্য  অনলাইনে বগুড়া জেলার ছেলে/মেয়ে রেজিস্ট্রেশন করতে নিচের লিঙ্কে ক্লিক করার জন্য বলা হয়েছে।
http://ledp.ictd.gov.bd/registration

২ মাস (২০০ ঘণ্টা) ব্যাপী যে সব বিষয় এর উপর আপনি ফ্রী কোর্স করতে পারবেন তা হলো:

১. ওয়েব ডিজাইন এন্ড ডেভলপমেন্ট,
২. গ্রাফিক্স ডিজাইন,
৩. ডিজিটাল মার্কেটিং।

প্রতিটা কোর্স দুইভাগে ভাগ করা হয়েছে।
১ম ১০০ ঘন্টা BASIC Training,
পরের ১০০ ঘন্টা Specialization Training (specially for market place).
এর সাথে আবার প্রতি ১০০ ঘন্টার সাথে যুক্ত থাকবে ২৫ ঘন্টার Soft Skill Training (আউটসোর্সিং করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের কোর্স)।
প্রত্যেকে যে কোন একটি কোর্সের জন্য আবেদন করতে পারবেন।

ফর্ম পূরণ এর কয়েক দিনের মধ্যে লার্নিং এন্ড আর্নিং প্রজেক্ট এর আওতায় যারা দায়িত্ব প্রাপ্ত আছেন তারা আপনাদের ইন্টারভিউ নেয়ার জন্য আপনাদের মোবাইল নম্বরে এসএমএস করবেন । তাই ফর্ম পুরণ এর সময় সঠিক ভাবে সব তথ্য প্রদান করবেন ।

সেই ইন্টারভিউতে পাশ করলেই আপনি কোর্সটি করার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

উল্লেখ্য , কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা HSC পাস হতে হবে এবং ছেলে-মেয়ে উভয় ফর্ম পূরণ করতে পারবেন।

এ সম্পর্কে যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন-০১৭২২ ৪৬১৩৩৫ নম্বরে (শুধু মাত্র বগড়া জেলা)।

সর্বশেষ সংবাদ