অল আইটি বিডি’র ৫ম বর্ষে পর্দাপন উপলক্ষে ফ্রিল্যান্সিং কোর্সে ৫০% ছাড়

ফ্রিল্যান্সিং / আউটসোর্সিং কোর্স সহ আইটি ভিত্তিক বিভিন্ন প্রফেশনাল কোর্সে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে ‘অল আইটি বিডি’।

‘অল আইটি বিডি’র প্রতিষ্ঠাতা বায়েজীদ বোস্তামী জানান, গত ২২মার্চ ৫ম বর্ষে পর্দাপন করেছে ‘অল আইটি বিডি’। এই দীর্ঘ ৪ বছরে ইতিমধ্যে অনেক সাফল্য ও সুনাম অর্জন করেছে।

তিনি আরো জানান, ৫ম বর্ষে পর্দাপন উপলক্ষে সকল কোর্স এ ৫০% করে ছাড় দেয়া হয়েছে। এ অফার থাকবে সীমিত সময়ের জন্য।

প্রসঙ্গতঃ ‘অল আইটি বিডি’ বগুড়াতে দীর্ঘ ৪ বছর ধরে আইটি প্রফোশনাল ও ফ্রিল্যান্সার তৈরীর ক্ষেত্রে বড়ধরনের আবদান রেখে আসছে।

বায়েজীদ বোস্তামী আরো জানান, আউটসোসিং সেক্টরে দক্ষ ফ্রিলান্সার সৃষ্টিকারী প্রতিষ্ঠান ‘অল আইটি বিডি’। দেশের অন্যান্য জেলার কথা বলতে পারব না, তবে #গ্রাফিক্স ডিজাইন, #ডিজিটাল মার্কেটিং, #সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO), #এ্যাফিলিয়েট মার্কেটিং, #ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্স, #ইউটিউব (youTube) অ্যান্ড অ্যাডসেন্স, #সিপিএ মার্কেটিং, #অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সসহ অন্যান্য ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ভিত্তিক প্রফেশনাল কোর্স শেখার জন্য আমার মতে বগুড়াতে যে পর্যাপ্ত সুবিধা নেই তা আমি নিঃসন্দেহে বলতে পারি।  বগুড়ায় আইটি প্রফেশনাল তৈরির লক্ষ্যেই ২২মার্চ ২০১৪ ইং সাল থেকে ‘অল আইটি বিডি’র যাত্রা শুরু (আমাদের সাইড এর প্রথম দিনের রেকর্ড দেখতে এখানে ক্লিক করুন: https://web-beta.archive.org/web/20140701000000*/allitbd.com)।

প্রতিষ্ঠানে আমরা যে সকল বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি সেগুলো হল –

অল আইটি বিডি’তে চলমান প্রফেসনাল ফ্রিল্যান্সিং / আউটসোর্সিং কোর্স সমূহ:

  1. গ্রাফিক্স ডিজাইন কোর্স
  2. ডিজিটাল মার্কেটিং কোর্স
  3. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) কোর্স
  4. এ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স
  5. ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্স
  6. ইউটিউব (youTube) অ্যান্ড অ্যাডসেন্স কোর্স
  7. সিপিএ মার্কেটিং কোর্স
  8. অ্যাপস ডেভেলপমেন্ট কোর্স

অল আইটি বিডি’তে চলমান সার্টিফিকেট ইন এ্যাপলিকেশন কোর্স (৩/৬মাস) সমূহ:

  1. সার্টিফিকেট ইন কম্পিউটার এ্যাপলিকেশন
  2. সার্টিফিকেট ইন অফিস এ্যাপলিকেশন
  3. সার্টিফিকেট ইন গ্রাফিক্স ডিজাইন

অল আইটি বিডি’তে চলমান একাডেমিক কোর্স সমূহ:

  1. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) মাধ্যমিক সিলেবাস
  2. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) উচ্চ মাধ্যমিক সিলেবাস

বিস্তারিত: ওয়েব সাইট: www.allitbd.com, বাংলা ভার্সন:www.allitbd.com/bangla তে পাওয়া যাবে।

অথবা সরাসরি যোগাযোগ করতে পারেনমোবাইল নং: ০১৭২২ ৪৬১৩৩৫

#অফিস এর ঠিকানা: ‘অল আইটি বিডি’, জিএস ভবন (নীচতলা), আলতাফুন্নেসা খেলার মাঠ সংলগ্ন, শেরপুর রোড, বগুড়া।
ই-মেইল: support@allitbd.com
ফেসবুক পেজ: https://facebook.com/allitbd/
ফেসবুক গ্রুপ: https://facebook.com/groups/allitbd/

সর্বশেষ সংবাদ