কালবৈশাখী ঝড়ে চলনবিলে ফসল ও মৌসুমী ফলের ব্যাপক ক্ষতির আশংকা

এ,এইচ,খোকন চলনবিল  প্রতিনিধিঃ বৈশাখ শুরুর   আগে থেকেই  এবছর  শুরু  হয়েছে  শিলাবৃষ্টি ও ঝড়   ৷ শুক্রবার দুপুর হতে নতুন করে  চলনবিলের উপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। পশ্চিম দিক থেকে ধেয়ে আসা ঝড় বিকাল ৩টা থেকে ৪ টা ১০ মিনিট পর্যন্ত তান্ডবলীলা চালায়। ১ঘন্টা  ১৫ মিনিটের এ ঝড়ে নষ্ট  হয়েছে বোরো  ধানে ও ভূট্টার ক্ষেত, ফলজ গাছপালা,  বৈদ্যুতিক খুটিসহ বিভন্ন    শিক্ষা প্রতিষ্ঠান ৷

ঝড়ের প্রকোপে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে আম, লিচুর বাগান ও বোরো ধানের ক্ষেত। আম ও লিচুর গুটি পড়ে গেছে। নওখাদা গ্রামের   লিচু   বাগান মালিক লিয়াকত   জানান, ঝড়ে বাগানের ৭০ ভাগ  আম ও লিচু পড়ে গেছে। । তলিয়ে গেছে লোহাগারা  বিলের বোরো ধানের ক্ষেত। তিনি  আরো জানান,  এবছর এই  এলাকায়  কৃষকদের অতিকষ্টে  দিনাতিপাত  করতে হবে ৷

সর্বশেষ সংবাদ