নন্-এমপিও বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের গাইবান্ধায় মানববন্ধন স্মারকলিপি প্রদান

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ নন্-এমপিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার দাবিতে গতকাল মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসক অফিসের সামনের সড়কে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। নন্-এমপিও নিম্ন মাধ্যমিক শিক্ষক-কর্মচারী গাইবান্ধা জেলা কমিটি এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. আব্দুল হালিম সরকার, সাধারণ সম্পাদক মাহমুদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক সরকার, সরোয়ার জাহান, ময়নুল হক প্রমুখ। বক্তারা বলেন, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষাকে ৮ম শ্রেণী পর্যন্ত উন্নীত করণ করা হয়েছে। ইতোমধ্যে সারাদেশে ১ হাজার ৫শ’ প্রাথমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ-৮ম শ্রেণী পর্যন্ত খোলা হয়েছে। এইসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা বিনা বেতনে পাঠদান করে আসলেও তারা কোন বেতন-ভাতা পাচ্ছেন না। ফলে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাই বক্তারা নন্-এমপিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার দাবি জানান।

সর্বশেষ সংবাদ