ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ৬ কিশোর

মোঃ লুৎফর রহমান, হাকিমপুর,(দিনাজপুর)  প্রতিনিধি, ৩০ এপ্রিল/১৭ ভারতের শিশু সংশোধনা গড়ে ১ থেকে ২ বছর আটক থাকার পর হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে ৬ শিশু কিশোর।  রবিবার সকাল ১১টায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ শিশু-কিশোর গুলিকে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের অফিসার ইন-চার্জ আফতাব হোসেন জানান, দেশে ফেরত আসা শিশু-কিশোররা বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ্য ভাবে ভারতে প্রবেশ করলে সেদেশের পুলিশ তাদের আটক করে শিশু সংশোধনাগাড়ে পাঠায়। সেখানে দীর্ঘ ১ থেকে ২ বছর আটক থাকার পর আইনি প্রকৃয়ার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। এদের বয়েস ১০ থেকে ১৭ বছর। পরে শিশু কিশোরদের তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদের বাড়ি কুড়িগ্রামে ফুলবাড়িয়া ও নাগেশ্বরী এবং বান্দরবান জেলার আলীকদর উপজেলায়।

সর্বশেষ সংবাদ