সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং বাল্য বিয়ে বন্ধে কালাইয়ে ওপেন হাউস ডে

কালাই(জয়পুরহাট)প্রতিনিধি:জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউস ডে। রবিবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার মোলামগাড়ীহাট চত্বরে ‘জিন্দারপুর কমিউনিটি পুলিশিং’ এ অনুষ্ঠানে আয়োজন করে।
কালাই থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান চৌধুরীর সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. রশীদুল হাসান । বক্তৃতা করেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, এএসপি সার্কেল সাজ্জাদ হোসেন, মাত্রাই ইউপি চেয়ারম্যান শওকত হাবিব তালুকদার লজিক, জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, পুনট ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির, উদয়পুর ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী, জেলা পরিষদের সদস্য আব্দুল কাদের প্রমুখ। প্রশ্নত্তোর পর্বে আশরাফ আলী, সাইদুর রহমান, আব্দুল বারীক, দুলা মিয়াসহ অন্যরা মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিয়ে, সন্ত্রাস, জঙ্গিবাদ, আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ অন্যান্য সমস্যা তুলে ধরেন এর প্রতিকার কামনা করেন। জনতার প্রশ্নের উত্তরে পুলিশ সুপার সমস্যাগুলো সমাধানের আশ^াস দেন।

সর্বশেষ সংবাদ