দিনাজপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:- দেশের অন্যান্য জেলার মত দিনাজপুরে বিভিন্ন আয়োজনে সোমবার (১লা মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। বিভিন্ন কর্মসূচীর মধ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, শ্রমিক র্যালী, রক্তদান কর্মসূচী, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যহ্ন ভোজ, কুরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল ইত্যাদির মধ্যে পালিত হয়।

এ ছাড়া সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগ জাতীয়তাবাদী হোটেল এন্ড রেষ্টুরেন্ট শ্রমিকদল সদর উপজেলা শাখা, দিনাজপুর জেলা নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, দিনাজপুর ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন, জাতীয়তাবাদী শ্রমিকদল, দিনাজপুর জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন, ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি দিনাজপুর শাখা, দিনাজপুর বেসরকারী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ, রিক্সা ও ভ্যান শ্রমিকলীগ, জাতীয় শ্রমিক ঐক্যজোট, দিনাজপুর রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, দিনাজপুর জেলা সেলসম্যান শ্রমিক ইউনিয়ন, সদর উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নসহ অন্যান্য শ্রমিক সংগঠন পৃথক পৃথকভাবে র্যালী, আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় বক্তারা শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠা, শ্রমিকদের ন্যায্য মজুরী প্রদান ও চাকুরীর নিশ্চয়তা প্রদান, শ্রমিকদের জন্য ৮ ঘন্টা কর্মঘন্টা নির্ধারণ, শ্রমিক বিরোধী কালা-কানুন বাতিল, দুর্ঘটনা প্রতিরোধ কমিটির সুপারিশ বাস্তবায়ন, শ্রমিকদের জন্য কল্যাণ ফান্ড গঠন, কথায় কথায় শ্রমিক ছাটাই বন্ধসহ শ্রমিকদের অন্যান্য দাবী পূরণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।

সর্বশেষ সংবাদ