এসপি, ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন কালাইয়ে কীর্তনের প্রসাদ রান্নার ঘরে আগুন

কালাই(জয়পুরহাট)প্রতিনিধি: জয়পুরহাটের  কালাইয়ে কীর্তনের প্রসাদ রান্নার ঘরে আগুন ধরার ঘটনায় ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। উপজেলার মাদারপুর গ্রামে শুক্রবার দিবাগত রাতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবরটি জানাজানি হলে জয়পুরহাটের পুলিশ সুপার রশীদুল হাসান, ইউএনও মো. আফাজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম নেছা স্বপ্না এবং জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, উপজেলার মাদারপুর হিন্দু পাড়ায় বৈশাখ মাস উপলক্ষে কীর্তন উৎসব চলছিল। এ উৎসবের প্রসাদ রান্নার ঘরে আগুন ধরার ঘটনায় এলাকার হিন্দু সম্প্রদায়ের মনে বিষয়টি নিয়ে নানা জল্পনা-কল্পনা দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, অসাবধানতা বসত রান্নার চুলা থেকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটতে পারে; আবার কেউ কেউ মনে করছেন, শত্রুতা বসত কে বা কারা প্রসাদ রান্নার ঘরে আগুন ধরিয়ে দিতে পারে।
কীর্তন অনুষ্ঠানের আয়োজক খগেন মালী, লগেন মালী, স্বপন ও সুশিলা সাংবাদিকদের জানান, কীর্তনের প্রসাদ রান্নার ঘরে কীভাবে আগুন ধরেছে তা সঠিকভাবে বলা মুশকিল। তবে ঘটনার আগে প্রতিবেশীর রাশেদার বাড়ি থেকে তাদের বাড়িতে ঢিল ছোড়াকালে রাশেদার ভগ্নিপতিকে দেখা গেলে এ নিয়ে কথাকাটাকাটি হয়। এ ঘটনার জেরেও অগ্নিকান্ড ঘটতে পারে বলেও খগেন মালী অনুমান করেন।
জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জানান,  মাদারপুরের স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে কিছু দিন আগ থেকে বিবাদ চলমান ছিল। উভয় পক্ষের সাথে বৈঠক করে তা নিস্পত্তি করা হয়েছে। এখানকার বর্তমান পরিস্থিতি ভাল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন জানান, ঘটনাস্থলে গিয়ে এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে কথা বলে জানা যায়, তাদের মধ্যে আগে থেকেই পারিবারিক দ্বন্দ্ব থাকলেও অগ্নিকা-ের সাথে কেউ জড়িত কিনা,; সে ব্যাপারে কেউ মুখ খোলেনি। তবে এও জানা গেছে, তাদের পরস্পরের মধ্যে সমঝোতা হয়েছে।

সর্বশেষ সংবাদ