তাড়াশে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত

হাদিউল হৃদয় (তাড়াশ-সিরাজগঞ্জ) থেকে: ১১ জ্যৈষ্ঠ ১৪২৪ (২৫ শে মে, ২০১৭) ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় ঐতিহাসিক চলনবিলের তাড়াশ উপজেলার প্রত্যন্ত পল্লীর অজোপাড়া গোন্তাবাজারে আব্দুল লতিফ গণপাঠাগার কার্যালয়ে সংগঠনের সভাপতি আব্দুল লতিফ সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আলোচনায় অংশ নেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ইসহাক আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজিব এককা রাজ, দপ্তর সম্পাদক জুলফিকার মোল্লা, কার্যনির্বাহী সদস্য আবুল হোসেন, নিরেন নরেশ টপ্য, শাহিন আলম বেলাল, সবুজ আহমেদ, শামীম হোসেন, রাকিব-আল-হাসান প্রমূখ।

আলোচনা শেষে নিবেদিত কবিতা পাঠ করেন পাঠাগারের সদস্যবৃন্দরা। অনুষ্ঠানের সর্বশেষে নজরুল সংগীত পরিবেশনা করেন শিল্পী সরদার তাইজুল ইসলাম, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম অন্তর, ছোহরাব, মাহাবুব হোসেন মুন্না। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাদিউল হৃদয়।

সর্বশেষ সংবাদ