কুড়িগ্রামে বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত,র‌্যালীতে পুলিশের বাঁধা

কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হলেও র‌্যালীতে বাঁধা দিয়েছে পুলিশ।
রোববার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন বিএনপি জাতীয় নির্বাহি কমিটির সদস্য সাইফুর রহমান রানা পরে সকাল ১১ টায় কুড়িগ্রাম জেলা বিএনপি’ কার্যালয়ে বিএনপি’ চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহ সভাপতি মোস্তাফিজার রহমান রহমান্ সদর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল আজিজ,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল,রবিউল ইসলাম সৈকত, সহ সাধারন সম্পাদক ইদ্রিস আলী, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু,জামিল আহমেদ,ক্রীড়া বিষয়ক সম্পাদক সামিউর রহমান হিরা,যুব বিষয়ক সম্পাদক নজিবুর রহমান লেলিন,সদর উপজেলা সম্পাদক মাহবুব হোসেন,সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব লিখন পেীর বিএনপি সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব,সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম,কৃষকদল আহবায়ক অধ্যাপক রফিকুল ইসলাম,জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নিজাম জেলা যুবদল সাধারন সম্পাদক নাদিম আহমেদ,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব আলী,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হানিফ বিপ্লব,সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ রানা,জেলা ছাত্রদল সাধারন সম্পাদক হাসান যোবায়ের হিমেল,প্রমুখ।
বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
পরে দোয়া মাহফিল শেষে দলীয় কার্যালয় থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী বের করলে পুলিশি বাঁধায় শহরের জাহাজ ঘর এলাকায় র‌্যালীটি শেষ হয়।

সর্বশেষ সংবাদ