তাড়াশে ১৩ মাস সমাজচ্যুত পরিবারের খোলাসা লাভ

হাদিউল হৃদয় (তাড়াশ-সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নে তারাটিয়া গ্রামে ১৩ মাস সমাজচ্যুত পরিবার সালিসী বৈঠকের মাধ্যমে খোলাসা লাভ করে।

জানা গেছে, গ্রামের একটি সরকারী পুকুরকে কেন্দ্র করে গোলযোগের সৃষ্টির কারণে ৩টি পরিবার সমাজচ্যুত হয়। ১৩ মাস যাবৎ সমাজচ্যুত ও অবরুদ্ধ জীবন কাটানোবস্থায় সম্প্রতি প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রচার হলে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হয়।

জেলা প্রশাসক বিষয়টি তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামকে তদন্তের দায়িত্ব দিলে বিষয়টি নিয়ে অদ্য ২৭ মে, শনিবার বিকাল ৫টায় এক সালিসী বৈঠক বসে। উক্ত সালিসে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে উভয়ের মধ্যে আপোষ-মিমাংসা করে দেওয়া হয়।

উক্ত সালিসী বৈঠকে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মনসুর উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক, ডা: গজেন্দ্রনাথ মাহাতো, আব্বাছ-উজ-জামান, বাবুল শেখ, আব্দুল কুদ্দস তালুকদার, মর্জিনা খাতুন, রফিকুল ইসলাম, আব্দুল বারী, আব্দুল আজিজ, আব্দুল খালেক, আজিজুর রহমান, নাজির উদ্দিন, আব্দুস সালাম, সোহেল রানা সোহাগসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।

সর্বশেষ সংবাদ