রাজশাহীতে চার ডাকাত আটক, লাখ টাকাসহ মালামাল উদ্ধার

আহসান হাবিব রাজশাহী থেকে : রাজশাহী মহানগরীর অদূরে কাটাখালি থানার রাজশাহী-নাটোর মহাসড়কের পালপাড়া ঢালান এলাকায় ওষুধ কোম্পানীর কাছ থেকে প্রায় পৌনে ৪ লাখ টাকার মালামাল ডাকাতি হওয়ার ঘটনায় চার ডাকাতকে আটক করেছে পুলিশ। সেই সাথে ডাকাতি হওয়া সোয়া লাখ টাকা ও মালামাল উদ্ধারসহ ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়েছে। আটক ডাকাতরা হলো, ডাকাত দলের সদস্য মোখলেছুরের ছেলে নুরু (২১), নগরীর বোয়ালিয়া থানা এলাকার শাহজাহান আলীর ছেলে টিপু সুলতান (২৫), রাজপাড়া থানার বিলসিমলা

এলাকার রুবেল ইসলাম (২৫) ও দাসপুকুর ব্যাংক কলোনি এলাকার মশিউরের ছেলে মুশফিকুর রহমান @ মনিপ(২৩)। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, চলতি মাসের ৬ সেপ্টেমবর রাত আনুমানিক ১টার দিকে কাটাখালী থানাধীন পালপাড়া ঢালান রাজশাহী টু নাটোরগামী মহাসড়কের উপর অজ্ঞাতনামা ৬/৭ জন ডাকাত রেডিয়েন্ট ডিস্ট্রিবিউশনস্ লিঃ ঔষধ কোম্পানীর নিজস্ব সাদা মাইক্রোবাস যোগে নাটোর থেকে রাজশাহীর যাওয়ার পথে ঢালান এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাতনামা মাইক্রোবাস যোগে ডাকাত দল গাড়িটির পথরোধ

করে। ডাকাতদের হাতে থাকা দেশিয় অস্ত্র-দিয়ে কোম্পানীর লোকজনকে মারপিট করে ওষুধ বিক্রি করার নগদ টাকা সহ মোবাইল ও সোনার আংটি ছিনিয়ে নেয়। লুণ্ঠিত মালামাল ও টাকার সর্বমোট মূল্য অনুমান তিন লক্ষ বাহাত্তর হাজার একশত তিয়াত্তর টাকা। এরপর তারা নাটোরের দিকে পালিয়ে যায়। ঘটনার পর শামীম পারভেজ (২৬) বাদী হয়ে কাটাখালি থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ লুন্ঠিত মালামাল উদ্ধারের উদ্দেশ্যে কাটাখালী থানার অফিসার ইনচার্জ ওসি জিল্লুর রহমানের

নের্তৃত্বে একটি দল নগরীর করলে রাজপাড়া থানা এলাকা থেকে ডাকাত দলের সদস্য নুরুকে গ্রেফতার করে। নুরুর দেওয়া তথ্য মতে আরো তিন ডাকাতকে আটক করা হয় ও এক লাখ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। যার রেজিঃ নং -ঢাকা মেট্রো চ-১১-৬৫২৬। ডাকাতির সাথে জড়িত অন্যদেরও গ্রেফতার করার চেষ্টা চলছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ