নিজের জীবন দিয়ে স্বামীকে বাঁচালেন স্ত্রী

বিদ্যুৎস্পৃষ্ট স্বামীর চিৎকার চিৎকার শুনেই পাগলের মতো ছুটে গেলেন স্ত্রী। জীবনের ঝুঁকি নিয়ে স্বামীকে রক্ষা করেছেন ঠিকই কিন্তু পারলেন না নিজেকে বাঁচাতে। স্বামী ভক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত করে এই গৃহবধূ চলে গেলেন না ফেরার দেশে। মর্মস্পর্শী এই ঘটনা ঘটেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউপির পার গোপালপুর গ্রামে। বুধবারের এই ঘটনায় গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত গৃহবধূর নাম শাহানা বেগম। সে গোপালপুর গ্রামের আলী চাঁদের ছেলে আজগর আলীর স্ত্রী।

নগর ইউপি চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন জানান, বুধবার বিকেলে আজগর আলী নিজ বাড়িতে ক্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইন মেরামত করছিলেন। এ সময় তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে স্ত্রী শাহানা বেগম ছুটে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়েন।

এ অবস্থায় স্বজনরা তাদের দুজনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহানা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত আজগর আলী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

সর্বশেষ সংবাদ