ফেনীতে কয়েক ঘন্টার বৃষ্টিতে শহরজুড়ে জলাবদ্ধতা।।ভোগান্তিতে শহরবাসী

আবদুল্লাহ রিয়েল: ফেনীতে কয়েক ঘন্টার বৃষ্টিতে শহর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।বিভিন্ন সড়কে পানি থৈই থৈই করছে। ফলে সাধারন মানুষ থেকে শুরু করে স্কুল, কলেজগামী শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। রবিবার সকালে কয়েক ঘন্টার বৃষ্টিতে হাসপাতাল মোড় থেকে শুরু করে একাডেমী ফারুক হোটেল পর্যন্ত সড়কটি সম্পূর্ণ ডুবে যায়।এছাড়া শহরের এসএসকে সড়ক,রামপুর আবাসিক এলাকা,পুরাতন পুলিশ কোয়ার্টার, শাহীন একাডেমী রোড,শান্তি ছায়া আবাসিক এলাকা,মিজান পাড়া,নাজির রোড,পশ্চিম ডাক্তার পাড়া,পাঠান বাড়ি রোড ও মাস্টার পাড়ার বিভিন্ন রাস্তাসহ শহরের আবাসিক এলাকার অধিকাংশ সড়ক হাটু পরিমান ডুবে যায়।এসব এলাকার সড়কে পানি থাকায় ব্যাটারিচালিত ইজিবাইক, রিক্সা চলাচল করতে অসুবিধা হচ্ছে। জানা যায়, শহরের কোনো কোনো এলাকার ড্রেন, দীর্ঘ দিনেও সংস্কার করা হয়নি, যতটুকু আছে,তাতে দীর্ঘ দিন যাবত পরিষ্কার পরিচ্ছন্নের অভাবে ময়লা আবর্জনা পলিথিনে ড্রেনে মাটি ভরাট হয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়েছে। এ বিষয়ে ইজিবাইক চালক সজিব জানান,শহরে সামান্য বৃষ্টি হলেই অধিকাংশ এলাকার রাস্তা-ঘাট পানিতে তলিয়ে যায়। এতে গাড়ি চালাতে খুবই সমস্যা হয়। রামপুর,শাহীন একাডেমী  আবাসিক এলাকার বাসিন্দারা জানান,অল্প বৃষ্টিতেই তাদের এলাকা পানিতে ডুবে যায়।এসি মার্কেটের ব্যবসায়ী মো: দুলাল জানায়,শহরের পানি নিষ্কাশনের একমাত্র খালগুলো দখল হয়ে যাওয়ায় পানি দ্রুত সরতে না পারায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ।এ ব্যাপারে পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার জানান,রবিবার সকাল থেকে জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশন ও ড্রেন পরিস্কার করার জন্য কাজ চলছে।আশা করি অতি দ্রুত এ সমস্যা সমাধান হবে।

সর্বশেষ সংবাদ