পঞ্চগড়ের বোদায় সাতদিনব্যাপী “ব্লক ও বাটিক প্রিন্টিং” বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আজ উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের সহযোগীতায় পঞ্চগড়ের বোদা উপজেলার বলরামহাটে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের সেমিনার হলে সাতদিনব্যাপী “ব্লক ও বাটিক প্রিন্টিং” বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় প্রশিক্ষণটি পরিচালিত হচ্ছে। সকাল ১১ টায় কোর্সের উদ্বোধন করেন বোদা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার শহিদুর রহমান, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বোদা পঞ্চগড়ের প্রোগ্রাম অফিসার মালেকা বেগম, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার অনিল চন্দ্র শর্মা। সাতদিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্র্সে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের উমেন এন্ডিং হাঙ্গার, লক্ষিত নারী, এলএসপি এবং ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গারের সদস্যসহ মোট ৩৫ জন নারী অংশগ্রহণকারী প্রশিক্ষণ গ্রহণ করছে। প্রশিক্ষণ প্রদান করছেন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক স্বর্ণপদকজয়ী প্রশিক্ষক আবিদা সুলতানা আক্তার লাকী।

সর্বশেষ সংবাদ