কালাইয়ে ঝড়ে উপড়ে পরেছে গাছ, উড়ে গেছে ঘরের ছাউনি

কালাই(জয়পুরহাট)প্রতিনিধি:জয়পুরহাটের কালাইয়ে সোমবার সকালে হঠাৎ বয়ে যাওয়া ঝড়ের তা-বে বিভিন্ন ঘরের ছাউনি উড়ে নিয়ে যাওয়ার এবং গাছপালা উপড়ে পরার খবর পাওয়া গেছে ।
জানা গেছে, সকাল ৯ টার দিকে হঠাৎ করেই ঝড় ও বৃষ্টি শুরু হয়। এ সময় ঝড়ের তা-বে কালাই পৌরসভাসহ উপজেলার আহম্মেদাবাদ, মাত্রাই, উদয়পুর, পুনট ও জিন্দারপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম-মহল্লার অনেক বাড়ির টিন ও খড়ের ছাউনি উড়ে যায়, উপড়ে পরে বিভিন্ন গাছ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সামজিক বন সম্প্রসারণ বিভাগের ফরেস্ট অফিসার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী জানান, ঝড়ে উপড়ে পরা সরকারী গাছ সনাক্ত করণ কাজ চলছে, এর ভিত্তিতে উপড়ে পড়া গাছের সংখ্যা ও ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়া উদ্দিন আহম্মেদ জানান, ক্ষয়ক্ষতির বিষয়ে কেউ জানায়নি। জানালে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ