স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

পিরোজপুরের মঠবাড়িয়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে আবুল কালাম (৪০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম উপজেলার বড় শৌলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। নিহত জেসমিন উপজেলার আঙ্গুলকাটা গ্রামের শহিদুল হক হাওলাদারের মেয়ে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর আবুল কালাম তার স্ত্রী জেসমিন বেগমকে (৩৫) যৌতুকের দাবিতে পিটিয়ে আহত করে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুইদিন পর ১৪ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই সাইফুল হক দুলাল বাদি হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রাজ্জাক খান।

সর্বশেষ সংবাদ