কালাইয়ে ভেজাল ম্যাংগো জুস কারখানা আবিষ্কার :মালামাল ধ্বংস

কালাই(জয়পুরহাট)প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ীহাটে ভেজাল ম্যাংগো জুস কারখানার আবিস্কার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানিটারী  ইন্সপেক্টর মো. শহিদুল ইসলাম জিন্দারপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমানসহ স্থানীয় লোকজনকে সাথে নিয়ে এ কারখানায় অভিযান পরিচালনা করেন। এ সময় ভেজাল ম্যাংগো জুস কারখানা থেকে ১ হাজার ২’শ  পিচ জুস পাইপ,  স্যাকারিন, মানব দেহের জন্য ক্ষতিকারক রঙ, নিসিদ্ধ ফ্লেভারসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য জব্দ করে পরে তা জনসম্মুখে ধ্বংস করা হয়।
উপজেলার কাদিরপুর গ্রামের সাইমদ্দিনের ছেলে এনামুল হক ভেজাল ম্যাংগো জুস কারখানার মালিক বলে জানা গেছে। এনামুল জানান, তিনি বগুড়ার আদমদিঘী উপজেলার হরিশ্বর নামে এক ব্যবসায়ীর কাছ থেকে এসব মালামাল ক্রয় করে জুস তৈরী করতেন। উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানিটারী  ইন্সপেক্টর মো. শহিদুল ইসলাম জানান, ভেজাল ম্যাংগো জুস কারখানার খবর পেয়ে জিন্দারপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমানসহ স্থানীয় লোকজনকে সাথে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় ভেজাল ম্যাংগো জুস কারখানায় ব্যবহৃত বিভন্ন নিসিদ্ধ দ্রব্য জব্দ ও ধ্বংস করা হয়। জিন্দারপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য বিভাগ ভেজাল ম্যাংগো জুস কারখানায় অভিযান চালানোর কথা জানালে স্থানীয় লোকজনসহ তাদের সহায়তা করা হয়।

সর্বশেষ সংবাদ