চাটমোহরে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

চাটমোহর, পাবনা সংবাদ দাতা : চাটমোহর থানা পুলিশ শনিবার দিবাগত রাত ১১টার দিকে অভিযান চালিয়ে হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি চিহ্নিত সন্ত্রাসী তফসের আলী (৪৫) কে আটক করেছে। তার কাছ থেকে একটি বন্দুক ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। আটক তফসের উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি গ্রামের আঃ করিম প্রামানিকের ছেলে। থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয় এবং বসত ঘরের চাতাল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, তফসের চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ একাধিক মামলার আসামী। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

                              চাটমোহরের মাদ্রাসার সুপারের বিরুদ্ধে ভুয়া সনদ প্রদানের অভিযোগ
চাটমোহর,পাবনা সংবাদ দাতা, চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সুপার আঃ হাকিমের বিরুদ্ধে ভুয়া সনদপত্র প্রাদানের অভিযোগ উঠেছে। সূত্রে জানা গেছে, আর্থিক সুবিধা পেলেই সে ভুয়া সনদ প্রাদান করেন। তার ভুয়া সনদপত্র দিয়ে একই ইউনিয়নের ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী পদে আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে চাকুরি করছেন। আমিরুল ইসলামের সনদপত্রের বিষয়ে কুয়াবাসী মাদ্রাসার সুপার আঃ হাকিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমিরুল আমার মাদ্রাসার ছাত্র নয়,ওর সনদপত্র ভূয়া। কেন ভুয়া সনদপত্র দিয়েছে এ কথা বললে তিনি বলেন, গার্মেন্টস চাকুরি করার কথা বলে নিয়েছে। এ বিষয়ে ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আ ঃ সামাদ প্রামানিকের কাছে জানাতে চাইলে তিনি বলেন,পত্রিকার লিখে কি করবেন। উপর মহলের কর্মকর্তাদের টাকার ভাগ দেওয়া আছে। এলাকাবাসী এই জালিয়াতি ও ভুয়া সনদ দিয়ে চাকুরি করার বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ