চট্টগ্রামে করোনায় নারী চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইরিন জামান (৩৬) নামে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে মারা যান। তিনি বিএমএ চট্টগ্রাম শাখার সাংগঠনিক সম্পাদক ডা. মইজ্জুল আকবর চৌধুরীর স্ত্রী।

বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ডা. আইরিন জামান করোনাভাইরাসে আক্রান্ত হলেও পরবর্তী পরীক্ষায় তাঁর ফল নেগেটিভ এসেছে। কিন্তু করোনায় তাঁর ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১টা ৪০ মিনিটে তিনি মারা গেছেন।

ডা. আইরিন জামান চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে গাইনি বিভাগে রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। তিনি চমেক হাসপাতালে এমএস (গাইনি) করেছিলেন।

জানা গেছে, গত কিছুদিন আগে জ্বর হয়ে মা ও শিশু হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে ডায়রিয়াও হয়েছিল। মা ও শিশু হাসপাতালের আইসিইউ থেকে কয়েক দিন আগে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করলেন।

সর্বশেষ সংবাদ