ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর গ্রাহকদের হয়রানি

স্টfফ রিপোর্টার ঃ দেশের বহুল প্রচলিত ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং এর গ্রাহকদের হয়রানীর অভিযোগ উঠছে সাড়া দেশ জুরে। ঘটনার বিবরনে জানা গেছে বিগত কয়েক বছর ধরে সাধারন গ্রাহকরা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং খাতে সুবিধার জন্য তাদের হিসাবের একটা উল্ল্যেখ যোগ্য অংকের টাকা মোবাইল ব্যাংকিং খাতে রেখে চলা ফেরা করে আসছে। ইতিমধ্যেই এ ব্যাংকের উল্লেখ যোগ্য পরিমান গ্রাহকও জুটেছে মোটামুটি ভাবে। আসন্ন ঈদকে সামনে রেখে সাধারন গ্রাহকেরা তাদের মার্কেটিং এর জন্য একটি ভাল অংকের টাকা মোবাইল ব্যাংকে জমা রাখে। কিন্তু বিধিবাম প্রায় ১ সপ্তাহ ধরে ডাচ বাংলার মোবাইল ব্যাংকিং এর গ্রাহকরা তাদের সে সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে। আকষ্মিক ভাবে মোবাইল ব্যাংকিং এমন বিপর্যয় সাধারন গ্রাহকদের আতংকিত করে তুলছে কারন ইতিপুবে ডিসটেনি, ইউনিপে-২০০০ সহ বেশ কয়টি কোম্পানি গ্রাহকদের টাকা আত্বসাতের ঘটনাকে স্বরন করিয়ে দেওয়ায় তারা আতংকিত হয়ে পড়েছে।

সর্বশেষ সংবাদ