সৈয়দপুরে ট্রাক চালকের আসনের নিচে ফেনসিডিল, আটক ১

মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে খাদ্যবাহি ট্রাক থেকে ১৮৭ বোতল ফেনসিডিলসহ চালককে আটক করেছে পুলিশ। আটক ট্রাক চালক সামিনুর রহমান সাগর (২৫) দিনাজপুর কোতোয়ালি থানার খানপুর খুদিহার এলাকার ইয়াকুব আলীর ছেলে । বৃহস্পতিবার রাত ১০ টায় শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, ট্রাকে করে ফেনসিডিল পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে সৈয়দপুর থানা পুলিশের এস আই লক্ষ্মী নারায়ন বর্মন ও এএস আই রঞ্জন কুমার দিনাজপুর জেলার ১৩ মাইল এলাকা ছেড়ে আসা (ঢাকা-মেট্রো-ট-১৩-১৩৩৯) নম্বরের ট্রাকটি থামিয়ে তল্লাশি চালায়। এসময় চালকের সিটের নিচে রাখা দুইটি প্লাস্টিকের সাদা বস্তায় ১৮৭ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এগুলো খবরের কাগজ দিয়ে পেচানো এবং বোতলগুলোর গায়ের লেবেল খুলে পৃথকভাবে রোল করে কসটেপ পেচিয়ে রাখা ছিল। পরে ট্রাক ও ফেনসিডিলসহ চালককে আটক করে থানায় আনা হয়।
জিজ্ঞাসাবাদে চালক সামিনুর রহমান সাগর জানায়, সে দীর্ঘদিন থেকে মাদক ব্যাবসার সাথে জড়িত। ওইদিন ভুট্টা নিয়ে দিনাজপুরের ১৩ মাইল থেকে টাঙ্গাইলের মির্জাপুর যাচ্ছিল।
সৈয়দপুর থানার এসআই লক্ষ্মী নারায়ণ বর্মন জানান, সোর্সের মাধ্যমে জানতে পারি দিনাজপুর থেকে ট্রাকে ফেনসিডিলের বড় একটা চালান ঢাকায় যাচ্ছে। কিন্তু বুঝতে পারছিলাম না ট্রাকটা শহরের ভিতর দিয়ে যাবে না বাইপাস দিয়ে। শেষ মুহূর্তে নিশ্চিত হই শহরের পথেই আসছে। সে অনুযায়ী দ্রুত শহরের ভিতর দিয়ে যাওয়ার পথেই এগিয়ে যাই এবং ট্রাকটিকে চিহ্নিত করে আটক করি।
এব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান বলেন, আটক ট্রাক চালকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ