পঞ্চগড় ও নীলফামারীতে চার ছিটমহলে জনগননা শুরু

নিজস্ব সংবাদ দাতা নীলফামারী : নীলফামারীর ডিমলা উপজেলার অভ্যন্তরে ৪টি ছিটমহলে সোমবার সকাল হতে জনগননা শুরু হয়েছে। ভারত বাংলাদেশের যৌথ প্রতিনিধিদের উপস্থিতিতে চলছে জন গণনা কার্যক্রম। ডিমলা উপজেলা প্রশাসন জানায়, যৌথ সমীক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য ভারতের দুজন গননাকারী ও একজন সুপার ভাইজার এবং বাংলাদেশের দুজন গননাকারী ও একজন সুপার ভাইজার গণনা কার্যক্রম পরিচালনা করছে। ২৮ নম্বর ছিটের পশ্চিম খড়িবাড়ী, ২৯ নম্বর ছিটের পশ্চিম খড়িবাড়ী, ৩০ নম্বর ছিটের পশ্চিম গয়াবাড়ী ও ৩১ নম্বর ছিটের দক্ষিন খড়িবাড়ী ক্যাম্পে গণনা কার্যক্রম চলছে। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত চলবে গণনা কার্যক্রম। নির্ধারিত সময়ের মধ্যে যদি কেউ ভারতে থাকার ইচ্ছে পোষন করেন তবে তার যাতায়াত সুবিধার জন্য দেওয়া হবে গ্রীনকার্ড।
পঞ্চগড়ের বোদা উপজেলার ৩টি ছিটমহলে গতকাল সোমবার সকাল থেকে যৌথ জরিপ গণনা কাজ শুরু হয়েছে। ভারত বাংলাদেশ যৌথ প্রতিনিধিদের উপস্থিতিতে চলছে এই জনগণনা কাযক্রম। বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আউয়াল জানান, ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত চলবে গণনা কার্যক্রম। নিধারিত সময়ের মধ্যে যদি কেউ ভারতে থাকার ইচ্ছে পোষণ করেন তবে তার যাতায়াত সুবিধার জন্য দেওয়া হবে গ্রিনকার্ড। যৌথ সমীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশের দুজন গণনাকারী ও একজন সুপারভাইজার এবং ভারতের দুজন গণনাকারী ও একজন সুপারভাইজার এ কার্যক্রম পরিচালনা করছেন। বোদা উপজেলার পুটিমারি, দইখাতা ও নাজিরগঞ্জ ছিটমলের এই জনগণনা কার্যক্রম চলছে।

সর্বশেষ সংবাদ