হাকিমপুরে ২০ ব্যাটলিয়নের বিজিবির দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গ্রেফতার-০১

ছামিউল ইসলাম আরিফ, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি:  ৯/৮/১৭ই; রোজ বুধবার সকাল সাড়ে ১০টা হইতে দুপুর ২টা প্রযন্ত জয়পুরহাট ২০ ব্যাটলিয়নের অধিনায়ক লে.কর্ণেল রাসেদ মোহাম্মদ আনিসুল হকের দিকনির্দেশনায় হাকিমপুরের বাসুদেবপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মাহমুদ আলম ও এফএস সদস্য নায়েক মাহবুব, জাকির সহ সঙ্গীয়র্ফোসদের সঙ্গে করে দুপর আনুমানিক দেড় টায় মুহাড়াপাড়া ইউনুসের বাড়িতে তল্লাশি চালিয়ে ভারতীয় প্রাকটিন ট্যাবলেট ১ল ২ হাজার পিস, নিউসিপ ট্যাবলেট ১ ল ৬৮ হাজার পিস, ডেকসন ট্যাবলেট ১ ল ১২ হাজার পিস সহ মোঃ ইউনুস মিয়া (৩৫) পিতা মোঃ হেদায়েত তুল্লাহ গ্রাম মুহাড়াপাড়া পোষ্ট বাংলাহিলি, হাকিমপুর দিনাজপুর, কে হাতেনাতে গ্রেফতার করেন। একই দিনে মংলা সিমান্তে নওদাপাড়া বিলেরপাড় হইতে ১১ হাজার ৮ শ পিস ভারতীয় কলম ও ৮শ কেজি ভারতীয় বিটলবণ অটক করেন। এছাড়া ভারতীয় শাড়ি কাপড় ২৫ পিস,জিরা ১৭ কেজি উদ্ধার করেন।
এদিকে বাসুদেবপুর কোম্পানির মংলা বিশেষ ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ জালাল উদ্দিন নয়ানগর এলাকায় আজ সকাল সাড়ে ১১ টায় এক অভিযান চালিয়ে ভারতীয় ৩৪০ কেজি লবণ ও ৫ টি বাইসাইকেল উদ্ধার করেন। উদ্ধারকৃত ভারতীয় মালামালের আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। গ্রেফতার কৃত আসামী মোঃ ইউনুস মিয়াকে হাকিমপুর থানায় পুলিশের নিকট সোর্পদ করেন।

সর্বশেষ সংবাদ