সাপাহারে বিট করিডোরের উদ্বোধন

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় উপজেলার সীমান্ত এলকাবাসীর বহুল আকাঙ্খিত করিডোর, বিট খাটালের উদ্বোধন করা হয়েছে।
গত মঙ্গলবার ওই ক্যাম্পে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার রংপুর রিজিয়ন কমান্ডার সাইফুল ইসলাম, ১৪বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল খিজির খান, সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শামসুল আলম শাহ্ চৌধুরী, সাপাহার উপজেলার দায়িত্বপ্রাপ্ত পতœীতলা উপজেলার নির্বাহী অফিসার আব্দুল মালেক সহ শতাধীক গরু ব্যাবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বাংলাদেশী কোন গরু ব্যাবসায়ী কিংবা ব্যাবসায়ীদের কোন রাখাল অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে গরু না আনার শর্তে আলোচনার সিদ্ধান্তের পর বুধবারে ৮টি ভারতীয় গরু দিয়ে সাপাহার বিট করিডোরের উদ্বোধন করা হয়। এসময় উক্ত উদ্বোধনে ১৪বিজিবি ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজরঃ মোঃ মাসুদ কবির সহ ক্যাম্পের সকল বিজিবি সদস্য সহ গরু ব্যাবসায়ীগন উপস্থিত ছিলেন। উল্লেখ্যঃ অতিতে বেশ কিছুদিন উপজেলায় করিডোর চালু থাকার পর রহস্যজনক কারনে দীর্ঘ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হওয়ায় সংশ্লিষ্ট কাজে জড়িত ব্যক্তিগনের মনে আনন্দের ঢেউ লেগেছে। সে সাথে বিট করিডোরটি পূর্ন রুপে চালু হলে গরু ব্যাবসায়ী কাজে লিপ্ত অংখ্য মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে বলেও উপজেলার অভিজ্ঞমহল মনে করছেন।

সর্বশেষ সংবাদ