ডিমলায় পাথর উত্তোলনের দাবিতে মানববব্ধন

মোঃ ফয়সাল আহমেদ, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় ব্যাক্তি মালিকানা জমি হতে পুনরায় নূরী পাথর উত্তোলন ও বেকার শ্রমিকদের কর্মসংস্থানের লক্ষে মানববন্ধন হয়েছে। ৫ জানুয়ারী মঙ্গলবার দুপুরে ডিমলা স্মৃতি অম্লাণ চত্বরে নুড়ী পাথর উত্তোলন ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, নুড়ী পাথর উত্তোলন ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক একেএম শামিম, সাংগঠনিক সম্পাদক মাজেদ পাটোয়ারী সহ বিভিন্ন শ্রেণীর মানুষ। বক্তারা বলেন, এই এলাকার নুড়ী পাথর উত্তোলন করে হাজার হাজার পারিবার জীবন বাচিয়ে রাখে,কিন্তু দীর্ঘদিন ধরে নুড়ী পাথর উত্তোলন বন্ধ থাকার কারণে, এই পেশার সাথে জড়িত হাজারো শ্রমিক সহ স্থানীয় খেটে খাওয়া পারিবার বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। তাই সরকারের কাছে অবিলম্বে পারিবেশের ছাড়পত্র দিয়ে বেকার শ্রমিকদের পরিবারকে বাঁচার দাবি জানায় বক্তারা। অন্যান্যদের মধ্যে ছিলেন সুশিল সমাজের আমিনুল হক, দুলাল সিদ্দিক, ব্যাবসায়ী জাহাঙ্গীর আলম, হারুন অর রশিদ, আবু আলম সহ অন্যান্য ব্যাবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। মানবন্ধন শেষে ইউএনও জয়শ্রী রাণী রায় বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শ্রমিক ঐক্য পরিষদ।

সর্বশেষ সংবাদ