ডিমলায় বোরো ধান রোপনে মাঠে নেমেছে কৃষক

মোঃ ফয়সাল আহমেদ, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : হাড় কাঁপানো কনকনে শীতের ভিতর বোরো চাষের জন্যে ঝুঁকে পড়েছেন ডিমলার কৃষক। ভোর থেকে শীতল ঠান্ডা পানিতে নেমে বোরো ধানের বীজ তুলে সেই বীজ জমিতে রোপণ করছেন শ্রমিকরা। পাশাপাশি বোরো চাষের জন্যে প্রস্তুত করা হচ্ছে জমি। ভোর রাত থেকে শুরু করে দুপুর পর্যন্ত গরুর লাঙ্গল ও ট্রাক্টর দিয়ে বোরো জমি চাষের জন্যে হাল চাষ করছেন কৃষক। জানা গেছে,আমন ধান কাটার পরপরই আগাম আলু উত্তোলনের পর ওই জমিতে রোপনের হিড়িক পড়েছে। এবার অন্য বছরের তুলনায় ডিমলা বেশি আলু চাষ হয়েছে। আলু উত্তোলনের পরে সেইসব জমিতে চাষ করা হবে বোরো ধান। তবে যারা আলু চাষ করেননি তাঁরা আগাম সেইসব জমিতে বোরো চাষের জন্যে এখন থেকে নেমে পড়েছেন বোরো রোপনের জন্য। এ বিষয় উপজেলা কৃষি অফিসার সেকেন্দার আলীর সাথে গণমাধ্যম কর্মী কথা বললে তিনি জানান এবারে বোরো চাষের জন্য আগ্রহী কৃষরা মাঠে উঠে-পড়ে লেগেছে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষনিক কৃষকের সাথে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন।

সর্বশেষ সংবাদ