হাকিমপুরে নাগাতাল ৪দিন বৃষ্টির ফলে বন্যার সৃষ্টি

ছামিউল ইসলাম আরিফ, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে গত ৪ দিনের টানা ভারী ও মাঝারী বৃষ্টি বর্ষণে বন্যার সৃষ্টি হয়েছে। বন্যার পানির কারনে বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসায় পাঠদান ব্যহত রয়েছে।  রাস্তাঘাট পানিতে থই থই করছে।জনগন চলাচলে দুভোর্গে পরছে। অঞ্চলের রোপা আমন ধানের মাঠ, রবি-সষ্য,শাকসব্জি পানির নীচে ডুবিয়ে যাওয়ায় কৃষকের অপুরনীয় ক্ষতি হয়েছে। অনেক কাঁচা বাড়ীর প্রাচীর ভেঙ্গে যাচ্ছে। গরু ছাগলের খাদ্যের সংকট চরমে আকারে দেখা দিয়েছে। শত-শত পুকুরের মাছ বেরিয়ে মাছ চাষীদের লক্ষ-লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। বাড়ীঘর ভেঙ্গে পড়ার ভয়ে বেশ কয়েকটি পরিবার গৃহছাড়া হয়েছে। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আজকের কয়েক ঘন্টার প্রবল বর্ষনে আবার অবনতি ঘটেছে। দিন মজুর পরিবার গুলো খাদ্য সংকটৈ পড়েছে। উপজেলা প্রশাসনের বন্যা পরিস্থিতি পরিদর্শণ ও সঠিকভাবে ত্রাণ তৎপরতার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা জরুরী বলে মনে করছে সাধারন জনগনেরা।

সর্বশেষ সংবাদ