জোড়া খুনের আসামিকে সভাপতি করে চবি ছাত্রলীগ কমিটি গঠন

জিটিবি নিউজ ডেস্ক ঃ ২০১৩ সালের ২৪ জুন নগরীর সিআরবিতে দরপত্র নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষের মধ্যে দুই খুনের মামলার আসামি টিপু। আর সেই আলমগীর টিপুকে সভাপতি এবং ফজলে রাব্বি সুজনকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে রোববার এই কমিটি ঘোষণা করা হয়।
টিপু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। যুবলীগের কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী বাবর এবং কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম লিমনের অনুসারীদের মধ্যে ওই সংঘর্ষে যুবলীগকর্মী সাজু পালিত ও আরমান হোসেন নামে এক শিশু নিহত হয়।বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন সাধারণ সম্পাদক সুজন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। তিনি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০১১ সালের ২৫ জুন মামুনুল হক ও এমএ খালেদ চৌধুরীকে সভাপতি-সাধারণ সম্পাদক করে ছাত্রলগের বিশ্ববিদ্যালয় কমিটি হয়েছিল। কোন্দলের কারণে গত বছরে জুনে ওই কমিটি বিলুপ্ত করা হয়।এদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা এসএম আরিফুল ইসলামকে কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এবং এএম শাহাদাত হোসাইন জুয়েল ও দিয়াজ ইফরান চৌধুরীকে সদস্য করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল।

সর্বশেষ সংবাদ