প্রভাসের নতুন ছবি কই?

 নির্মাতাদের দায়ী করে ভক্তের সুইসাইড নোট দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা প্রভাস। বাহুবলী সিনেমায় অভিনয়ের পর তার আন্তর্জাতিক খ্যাতি তৈরি হয়। দক্ষিণী সুপারস্টারের নতুন ছবির আপডেট না পেয়ে একি কাণ্ড করে বসলেন এক ভক্ত! সুপারহিট সিনেমা বাহুবলীতে অভিনয় করেই ক্যারিয়ারের মোড় ঘুরে গেছে প্রভাসের। তেলেগু এই অভিনেতার ভক্তের সংখ্যা ছড়িয়ে পড়েছে ভারতের বাহিরেও। প্রিয় তারকার জন্য ভক্তদের উন্মাদনার অনেক উদাহরণ দেখা যায়। কেউ চিঠি লেখেন, কেউ পোস্টার বানান, কেউ কেউ আবার দোকানও খুলে বসেন পছন্দের নায়ক নায়িকার নামে। এবার এক ব্যক্তি লিখলেন সুইসাইড নোট। কিন্তু কেন? মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে দক্ষিণী তারকার বেশ কয়েকটি ছবি মুক্তির সময় পিছিয়েছে। ‘রাধে শ্যাম’ নতুন একটি ছবি মুক্তির অপেক্ষায় ভক্তরা। কিন্তু এখনও দেওয়া হচ্ছে না আশার খবর। আর তাতেই রাগে-অভিমানে অন্ধ্রপ্রদেশের এক ভক্ত লিখে বসলেন সুইসাইড নোট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সেই সুইসাইড নোট। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানা গেছে, প্রভাসের আগামী ছবি ‘রাধে শ্যাম’ নিয়ে খুবই উত্তেজিত ছিলেন ওই ভক্ত। কিন্তু প্রভাসের নতুন কাজের কোনো খবরই যে নেই। অধৈর্য হয়ে উঠছিলেন ভক্ত। সেই হতাশাই উঠে এল সুইসাইড নোটে। ‘ইউভি ক্রিয়েশনস টিম’ এবং ছবির পরিচালক রাধা কৃষ্ণকে তার আত্মহত্যার জন্য দায়ী করেছেন ওই ব্যক্তি। যদিও সেই যুবক আত্মহত্যা চেষ্টা করেছেন কি না তা জানা যায়নি। সুইসাইড নোটে ওই অনুরাগীর দাবি, আগে কোনো দিন তিনি এভাবে চিঠি লেখেননি। নিজের মৃত্যুর কথা জানাতেই এই প্রথম কলম ধরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একটি পোস্টে ওই ভক্ত জানিয়েছেন, বহু দিন ধরেই প্রভাসের ছবির অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু নির্মাতারা নাকি তার অনুরোধকে গুরুত্ব দেননি। এর পরেই আর ধৈর্য রাখতে পারেননি তিনি। ইতোমধ্যেই যদিও ‘রাধে শ্যাম’ ছবির ঝলক এবং ছবি মুক্তির তারিখ প্রকাশ্যে এসেছে। জানা গেছে, সিনেমাটির প্রথম গান আগামী ১৫ সোমবার (নভেম্বর) মুক্তি পাবে। যদিও এ খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। জানা গেছে, আগামী ১৪ জানুয়ারি মুক্তি পেতে পারে এই ছবি। তেলুগু ছাড়াও তামিল, কন্নড়, মালালায়ম এবং হিন্দিতে তৈরি হবে এই ছবি। প্রভাসের বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে। প্রায় সাড়ে তিনশো কোটি টাকা বাজেটের এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ইউ ভি ক্রিয়েশনস, ভূষণ কুমার, ভামসি এবং প্রমোদ।

সর্বশেষ সংবাদ