রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে দুই ব্যবসায়ীর লাখ টাকা খোয়া

রাজধানীতে বাসের ভেতর দুই ব্যবসায়ীকে অজ্ঞান করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। অসুস্থ অবস্থায় মো. ফয়সাল (৩২) ও মো. কমল হোসেনকে (৩১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় এই ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া আজিমপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোজাম্মেল হক জানিয়েছেন, খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে আজিমপুর থেকে তাদের দুজনকে উদ্ধার করা হয়েছে। তারা দুইজন মিরপুর ১ নম্বর থেকে কোনো একটি বাসে উঠে ছিলেন। বাসে অচেতন হয়ে বসে থাকতে দেখে বাসের স্টাফরা তাদেরকে আজিমপুর রাস্তায় নামিয়ে গেছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, তারা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে তাদেরকে স্টোমাক ওয়াশ করার পর ৬০১ নম্বর মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়। এদিকে তাদের স্বজনরা জানিয়েছেন, তারা দুইজনই মিরপুর ১ নম্বর সেকশনে থাকেন। এলাকাতে টপ কালেকশন নামে তাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সকালে তারা দুজন মিরপুর ১ নম্বর সেকশন থেকে দিশারী পরিবহন করে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় যাচ্ছিলেন। যাত্রীবাহী বাসের ভেতরে তারা অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন বলে জানতে পেরেছি। তাদের কাছে এক লাখ ২০ হাজার টাকা ছিল। সে টাকা তাদের সঙ্গে পাওয়া যায়নি। তবে তাদের দুইজনের মুঠোফোন তাদের সঙ্গে পাওয়া গেছে।

সর্বশেষ সংবাদ