ভারতে পাচার ৪ তরুণীকে বেনাপোলে হস্তান্তর

কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ৪ বাংলাদেশি তরুণীকে উদ্ধারের পর ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত তরুণীরা হলেন-বাগেরহাটের জুহি আক্তার সাহিনুর (১৯), সাতক্ষীরার রওশান আরা (২০), নারায়ণগঞ্জের রওশান আরা সাথি (১৮) ও বাগেরহাট জেলার জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে নাসরিন শামিন (১৮)। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা তরুণীদেরকে বেনাপোল বন্দরথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে আইনি সহায়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করেছে। মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রামার অফিসার মুহিত হোসেন জানান, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে দালালরা তাদেরকে ভারতে পাচার করে। পরে ভালো কাজ না দিয়ে প্রতারণা করে ঝুঁকিপূর্ণ পেশায় কাজ করতে বাধ্য করে। পরে ভারতীয় পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে তাদের আশ্রয় হয় ভারতীয় এনজিও সংস্থার শেল্টার হোমে। পরে উদ্ধারকৃতরা বাংলাদেশি কি না তা যাচাই করে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে ট্রাভেল পারমিটে এরা ফিরে এসেছে। তরুণীদের পরিবার পাচারকারীদের শনাক্ত করে মানবপাচার আইনে খুলনার লবনচোরা থানায় মামলা করেছেন। এদেরকে আইনি সহায়তা দিতে পুলিশের পাশাপাশি কাজ করবেন জাস্টিস অ্যান্ড কেয়ার।

সর্বশেষ সংবাদ