নড়াইলে গণপিটুনিতে দুই গরু চোর নিহত

নড়াইলে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে দুই গরু চোর নিহত হয়েছেন। সোমবার (২৬ ডিসেম্বর) ভোরে নড়াইল পৌর এলাকার কাঁড়ার বিল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গরু চুরির উপদ্রবে নড়াইল সদর উপজেলার বিড়গ্রাম, মুশুড়িয়া, কলোড়া, উজিরপুর গ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল। এমন অবস্থায় সোমবার বিড়গ্রামের রেবন্ত বিশ্বাসের দুটি গরু চুরি হয়। এদিন ভোরে রেবন্ত বিশ্বাসের স্ত্রী তাদের গোয়ালে গিয়ে গরু দেখেতে না পেয়ে চিৎকার শুরু করলে গ্রামবাসী দলে দলে লাঠিসোঁটা নিয়ে চোর ধরতে বেরিয়ে পড়ে। এ সময় অবস্থা বেগতিক দেখে চোররা গরু ফেলে পালানোর চেষ্টাকালে দুজন ধরা পড়ে গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যায়। বাকিরা পালিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অফস) এসএম কামরুজ্জামানা বলেন, দুই মরদেহের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তার নাম আসাদুর শেখ, তিনি বাগেরহাটের বারইডাঙ্গা গ্রামের গফুর শেখের ছেলে। তার বিরুদ্ধে ফকিরহাট থানায় মাদক ও মারামারির দুটি মামলা রয়েছে। অন্যজনের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। তিনি বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ সংবাদ