গোদাগাড়ীতে ১০ হাজার মিটার জাল জব্দ

শামসুজ্জোহা বাবু, গোদাগাড়ী প্রতিনিধিঃ  রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মায় অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। শনিবার দিবাগত রাত থেকে আজ (রবিবার) গোদাগাড়ী মৎস্য অধিদপ্তরের কর্মকর্তরা উপজেলার পদ্মানদীর সুলতানগঞ্জ, সারাংপুর, হাটপাড়া, রেলবাজার, ফুলতলা ঘাট থেকে অভিযান চালিয়ে এসব আটক করা হয়। বিকেল সাড়ে ৫ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজের উপস্থিতে জাল পুড়িয়ে ফেলা হয়। আটকৃত মাছ গোদাগাড়ী ইয়াতিমখানায় দিয়ে দেওয়া হয়। অবৈধ জালের মূল্য আনুমানিক ২ লক্ষ টাকা। এসময় উপস্থিত ছিলেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা, শামশুল করিম, জুনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা নাইমুল হকসহ অন্যান্য কর্মচারী বৃন্দ। উপজেলা মৎস্য কর্মকর্তা শামশুল করিম বলেন পদ্মা নদীতে আগামী ২২ তারিখ পর্যন্ত এই অভিযান অব্যহত থাকবে।

সর্বশেষ সংবাদ