ডিমলায় শিয়ালের আক্রমণে আহত-১৪

মোঃ ফয়সাল আহমেদ,প্রতিনিধি, ডিমলা ( নীলফামারী) নীলফামারীর ডিমলায় বন্য প্রাণী শিয়ালের আঘাতে গুরুতর আহত হয়েছে ছোট-বড় ১৪ জন নারী পুরুষ।

ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রামডাঙ্গা গ্রামে। এলাকাবাসী সূত্রে জানাযায়২০ এপ্রিল বৃহস্পতিবার সকালে অত্র এলাকার মানুষজন সিংগাহাড়া নদীর পাশে থাকা তাদের কৃষি জমিতে মরিচ তুলতে গেলে হঠাৎ গায়ে ডোরাকাটা রঙের খেক শিয়াল বেড়িয়ে মানুষের শরিরের বিভিন্ন অঙ্গে কামড় দিয়ে গুরুতর আহত করলে এলাকাবাসী আহতদের দ্রুত উদ্ধার করে ডিমলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যায়। রামডাঙ্গা গ্রামের মৃতঃ শাখিমুদ্দি ছেলে মোঃ খোকন ইসলাম বলেন (৫০) বলেন মরিচ খেত থেকে হঠাৎ শিয়ালের আক্রমণের শিকার হই আমরা

ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মমিনুর রহমান বলেন, সকালে শিয়ালের আক্রমণের শিকার হয়ে ১৪ জন নারী-পুরুষ চিকিৎসা নিতে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ