বাংলাদেশের রাজনীতি বিষাক্ত- এমাজউদ্দিন

ঢাকা: বাংলাদেশের রাজনীতি বিষাক্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মহিলা দল আয়োজিত এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি।
‘সারাদেশে অব্যাহতভাবে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ’ শীর্ষক সেমিনারে এমাজউদ্দিন বলেন, ‘বাংলাদেশের রাজনীতি বিষাক্ত। এই বিষাক্ত রাজনীতির র্স্পশ লেগে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানও বিষাক্ত হয়ে পড়েছে। এই দুর্বৃত্তায়ন দূর করতে না পারলে অধিকার আদায় করা সম্ভব নয়।’
তিনি বলেন, ‘নারী ও শিশুর অধিকার এত নিম্ন পর্যায়ে গেছে যে মায়ের গর্ভেরও শিশু রক্ষা পাচ্ছে না। আর অধিকার রক্ষার জন্য যাদের দায়িত্ব দেয়া তাদের আচরণ গ্রহনযোগ্য নয়।’
একই সঙ্গে তিনি বলেন, ‘বিচারের জন্য যাদের দায়িত্ব তাদের আচরণও সঠিক নয়। রাজনীতিতে দুর্বৃত্তায়ন হলে সর্বপ্রথম মানবাধিকার আহত হয়।’
তিনি বলেন, ‘শুধু পুরুষতান্ত্রিক সমাজ বললেই হবে না। নারী-পুরুষ সকলে মিলে সমাজটাকে গড়তে হবে। দল মতের ঊর্ধ্বে থেকে রাজনীতির দুর্বৃত্তায়ন দূর করতে হবে। আমরা চাই সমাজে রাজনৈতিক দুর্বৃত্তায়ন সমাপ্ত হোক। মানুষের অধিকার সংরক্ষণ হোক।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহমিদা আক্ততার টপি।
আয়োজক সংগঠনের সভাপতি নুরী আরা সাফার সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

সর্বশেষ সংবাদ