রংপুর পুলিশের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা

রংপুর প্রতিনিধি ॥ রংপুর পুলিশের ২০১৭ সালের নভেম্বর মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে উক্ত সভায় অত্র রেঞ্জের গত অক্টোবর মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
সভায় অত্র রেঞ্জে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে ২০১৭ সালের অক্টোবর মাসে অত্র রেঞ্জের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে রেঞ্জ ডিআইজি মহোদয় ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা, শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টরসহ মাদক ও চোরাচালান মালামাল উদ্ধারকারী কর্মকর্তা, মাদক উদ্ধারে বিশেষ অবদানকারী কর্মকতা, শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট, শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা, শ্রেষ্ঠ সহকারি সাব-ইন্সপেক্টর, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং ইউনিট এবং শ্রেষ্ঠ থানা হয় যথাক্রমে দিনাজপুর সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, একই জেলার ডিবি’র এসআই শরীফুল ইসলাম, কুড়িগ্রাম জেলার সদর থানার এসআই জামিউল ইসলাম, মাদক উদ্ধারে বিশেষ অবদানকারী কর্মকর্তা হিসেবে গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার এসআই বেলাল হোসেন, শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট রংপুর (খান মো: মিজানুর ফাহামী) , শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার হিসেবে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার আজহারুল ইসলাম ও কুড়িগ্রাম জেলার চিলমারী থানার এসআই শরীফ উদ্দিন শেখ, লালমনিরহাট সদর থানার এএসআই খাদেমুল ইসলাম, রংপুর কোতোয়ালি থানার এসআই সুদিপ্ত শাহীন, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং ইউনিট হিসেবে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানা এবং শ্রেষ্ঠ থানা হিসেবে লালমনিরহাট সদর থানা নির্বাচিত হয়। এছাড়াও দিনাজপুর জেলার পুলিশ সুপার শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হন।
রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় রেঞ্জের দু’জন অতিরিক্ত ডিআইজি যথাক্রমে বশির আহম্মদ, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (এডমিন ও ইন্সপেকশন) এবং চৌধুরী মঞ্জুরুল কবির, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অভিযান), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, রংপুর এর অতিরিক্ত ডিআইজি, মোঃ মজিদ আলী, সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল কাদের, বিপিএম-সেবা, ঠাকুরগাঁও এর পুলিশ সুপার ফারহাত আহমেদ, কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল করিম, নীলফামারীর পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান, পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ গিয়াস উদ্দিন আ‏হ্মদ, গাইবান্ধার পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম, দিনাজপুরের পুলিশ সুপার মোঃ হামিদুল আলম, রংপুর এর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পিপিএম, লালমনিরহাটের পুলিশ সুপার এস এম রশিদুল হক, আরআরএফ, রংপুর এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু মারুফ হোসেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ