ইতিহাসের এই দিনে আজ (শনিবার) ১৩ জুন ২০১৫

১৭৫৭-নবাব সিরাজউদ্দৌলান বিরুদ্ধে মুর্শিদাবাদ অভিমুখে রবার্ট কাইভের অভিযান শুরু।
১৯০০-চীনে বক্সার বিদ্রোহ শুরু।
১৯৪৩-ফ্রান্সের জাতীয় মুক্তি কমিটি গঠন।
১৯৫৩-কলম্বিয়ায় জেনারেল গুস্তাভো রোজাস পিনিল্লার নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থান প্রেসিডেন্ট                                        লরেয়ানো গোমেজের সরকার উৎখাত।
১৯৬৪ আফ্রিকার বর্ণবাদী সরকার কর্তৃক কৃষ্ণাঙ্গ নেতা নেলসন ম্যান্ডেলাকে যাবজ্জীবন                                                          কারাদ- প্রদান। ইয়েমেনে সেনাবাহিনীর ক্ষমতা দখল।
১৯৭৪-ইয়েমেনে সেনাবাহিনীর ক্ষমতা দখল।
১৯৮২-সৌদি বাদশাহ খালেদের ইন্তেকাল। যুবরাজ ফাহ দের সিংহাসনে আরোহণ।
১৯৮৩-ঢাকা যাদুঘর জাতীয় যাদুঘরে রূপান্তর।
১৯৯১-রবিস ইয়েলৎসিন রুশ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট।
১৯৯৩-কিম ক্যাম্পবেল কানাডার প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত।

সর্বশেষ সংবাদ