রংপুরে কারখানায় ভয়াবহ আগুন

রংপুর: রংপুরের সিওবাজারে একটি কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত আটটার দিকে আগুন লাগে।
আগুনের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুর সিটি কর্পোরেশনের আওতাধীন সিওবাজার পুরাতন বিডিআর হল সংলগ্ন ডায়মন্ড পার্টেক্স কারখানায় রাত আটটার দিকে আগুন লাগে। কারখানার   স্বত্তাধিকারী হলেন বিনোদন কেন্দ্র ভিন্নজগতের মালিক কামাল হোসেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। খবর পেয়ে রংপুর সদর, বদরগঞ্জ, তারাগঞ্জ, হারাগাছ, ও নীলফামারীর জলঢাকা, সৈয়দপুরের ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। তবে তা কয়েক লক্ষাধিক হবে বলে ধারণা করা হচ্ছে।
রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আজিজুল ইসলাম জানান, সাড়ে ৮টার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে  ৮টি ইউনিট আড়াই ঘন্টা চেষ্টা করে রাত দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিক ভাবে জানাতে পারেননি তিনি।

সর্বশেষ সংবাদ