৪ হাজার টাকায় থ্রিজি ফোন

ঢাকা: কম দামের একটি থ্রিজি ফোন বাজারে আনলো ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ইনটেক্স। ফোনটির মডেল অ্যাকুয়া থ্রিজি নিও।
ফোনটিতে আছে ৪ ইঞ্চির ডব্লিউভিজিএ ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৮০০x৪৮০ পিক্সেল। ফোনটি অ্যানড্রয়েড কিটক্যাট ৪.৪.২ অপারেটিং সিস্টেম চালিত।
এতে আছে ১.২ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসসর, ৫১২ র্যাম এবং ৪ জিবি বিল্টইন মেমোরি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটির রিয়ার ক্যামেরায় আছে ২ মেগাপিক্সেল। সেলফি তোলার জন্য সামনে আছে ০.৩ মেগাপিক্সেলের ক্যামেরা।
ফোনটির ব্যাটারি ১৫০০ মিলিঅ্যাম্পায়ারের। ব্যাটারিতে সম্পূর্ণ চার্জ দিলে ৮ ঘণ্টা টকটাইম পাওয়া যাবে। অন্যদিকে স্ট্যান্ডবাই মোডে ১৮০ ঘণ্টা ফোনটি সচল থাকবে।
ইনটেক্সের অ্যাকুয়া নিও ফোনটিতে থ্রিজি, জিপিআরএস, এজ,ওয়াইফাই, জিপিএস কানেকটিভিটি রয়েছে। ভারতের বাজারে ফোনটির মূল্য ৩৬৯০ রুপি। বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ৪ হাজার ৩০৭ টাকা।
চারটি রঙে ফোনটি পাওয়া যাবে।

সর্বশেষ সংবাদ