অনলাইনে কেনাকাটা আরও জনপ্রিয় করতে ইন্টারনেট উৎসব

রাজধানীর বনানী মাঠে ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ-২০১৫’ এর ঢাকার পর্ব। এই উৎসবে দেশের খ্যাতনাম ই-কমার্স সাইট, প্রযুক্তি পণ্য সেবাদাতা প্রতিষ্ঠান এবং অনলাইন ভিত্তিক উদ্যোক্তারা অংশ নিয়েছে। উৎসবে অংশ নিয়েছে দেশের অন্যতম ই-কর্মাস সাইট এসো ডটকম।

ক্রেতারা কিভাবে অনলাইনে কেনাকাটা করবেন সে বিষয়ে সচেতনতা তৈরি করতে স্টল সাজিয়েছে এসো ডটকম। এসো ডটকম থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার সুযোগ রয়েছে। উৎসবে এসোর স্টলে প্রথম দিন থেকেই ভিড় ছিল। যারা অনলাইনে কেনাকাটা সারেন তারা এই স্টল থেকে অনলাইনে কেনাকাটার সহজ উপায় শিখে নিচ্ছেন।

এসো ডটকমের একদল নিবেদিত কর্মী বাহিনী গ্রাহকদের কেনাকাটা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।

এসো ডটকমের কর্ণধার দিদারুল আলম সানী বাংলামেইলকে জানান, ইন্টারনেট সচেতনতামূলক এই আয়োজনে অন্যদের সঙ্গে এসো ডটকমও অংশ নিয়েছে। মূলত অনলাইনে কেনাকাটা আর জনপ্রিয় করতেই এমন উদ্যোগ।

সর্বশেষ সংবাদ